জামালপুরে বন্ধ সারকারখানা চালুর দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২২ নভেম্বর ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানা (জেএফসিএল) চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জামালপুরে বন্ধ সারকারখানার চালুর দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী সভাপতি নাজমুল ইসলাম সবুজ প্রমুখ।

নেতারা বলেন, গ্যাস সরবরাহ না থাকায় ইউরিয়া উৎপাদন সম্ভব হচ্ছে না। পাঁচমাস ধরে কারখানা বন্ধ আছে। এতে একদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হচ্ছে, অন্যদিকে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

জামালপুরে বন্ধ সারকারখানার চালুর দাবিতে মানববন্ধন

চলতি বছরের ২১ জুন কারখানায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বন্ধ হয়ে যায়। এতে শুধুমাত্র নাইট্রোজেন উৎপাদন চালু থাকলেও অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং যমুনা সারকারখানা কর্তৃপক্ষকে কোনো নোটিশ না দিয়েই গ্যাস সরবরাহ বন্ধ করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। সার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।