মৌলভীবাজারে টিলা কাটা-অবৈধভাবে বালু তোলায় দুজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৩ নভেম্বর ২০২২

মৌলভীবাজারে সরকারি খাস ভূমির টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দুইজনকে দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১৫ ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল আহমদ (২৯) ও সরকারি খাস ভূমির টিলা কাটার অভিযোগে মো. জুবের খাজাকে (৩২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলায় বালু মহাল ইজারা থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। একই সঙ্গে সরকারি খাস ভূমির টিলা কাটছে। এসব অভিযোগে তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আব্দুল আজিজ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।