জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৩ নভেম্বর ২০২২

কুয়াকাটার কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল জামিন পেয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

সাদ্দাম মালের বড় ভাই সেলিম মাল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার মধ্যে তাকে পটুয়াখালী কারাগার থেকে বের করা হবে। আমরা আইনের কাছে শ্রদ্ধাশীল ছিলাম। তাকে জামিন দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানাই।’

সোমবার (২১ নভেম্বর) কুয়াকাটায় সেলফি তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বরগুনা থেকে আগত সাদিক মৃর্ধা নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে ওইদিন বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।

সাদ্দাম মাল কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে বরিশালের আঞ্চলিক ভাষায় বিভিন্ন কনটেন্টে প্রধান চরিত্রে অভিনয় করে থাকেন।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।