আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মাসুদুর রহমান নামের একজন আর্জেন্টিনার সমর্থক থানায় অভিযোগ করেছেন।
অভিযোগকারী মাসুদুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে ২০ নভেম্বর। বিশ্বকাপের উম্মাদনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। যে যেভাবে পারছেন তার প্রিয় দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ৩০ হাজার টাকা খরচ করে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানান মাসুদুর রহমান।
পতাকা নিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রাও করেন আর্জেন্টিনার সমর্থকরা। শোভাযাত্রা থেকে ঘোষণা করা হয়, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই করে ভোজের আয়োজন করা হবে। পরে ট্রাক পরিবহন থেকে পৌরসভা-শিল্পকলা হয়ে ডাক বাংলোর শেষ পর্যন্ত পতাকাটি টানানো হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় লিওনেল মেসির দল আর্জেন্টিনা। আর্জেন্টিনা হেরে যাওয়ায় রাতেই বিজয় মিছিল বের করেন ব্রাজিল সমর্থকরা। পরে রাতের আঁধারে কে বা কারা পৌরসভার সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখার সামনে আর্জেন্টিনা পতাকার দুটি অংশ ছিঁড়ে ফেলেন।
অভিযোগকারী মাসুদুর রহমান বলেন, আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরেছে। সে কারণে শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম। হঠাৎ আমার ভাতিজা ফোন করে জানায়, কে বা কারা আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলেছেন। পরে দুপুরে থানায় লিখিত অভিযোগ করি। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো নিউজকে বলেন, দুপুরে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাসিম উদ্দিন/এসআর/এএসএম