কুমিল্লায় গণসমাবেশে ৫ লাখ লোকের সমাগম হবে: বুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগকে ‘কুমিল্লা’ নামে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আমার বিশ্বাস কুমিল্লাকে ‘কু'’ বলে সম্বোধন করার ক্ষোভে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম হবে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে সমাবেশস্থল টাউনহল মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের যে দাবি, সেটি গণমানুষের দাবি। তাই সাধারণ মানুষ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নিয়ে তাদের ক্ষোভ জানান দিচ্ছেন। এই সরকারকে দেশের জনগণ আর চায় না। ব্রাহ্মণবাড়িয়ায়, ভোলা, নারায়ণগঞ্জসহ সারাদেশে প্রকাশ্যে গুলি করে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।’

পরিবহন ধর্মঘট প্রসঙ্গে বরকত উল্যাহ বুলু বলেন, ‘কুমিল্লা হলো ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি। সরকার যদি জাতীয় মহাসড়ক (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) বন্ধ করে দেয়, তাহলে যে জনদুর্ভোগ তৈরি হবে তাতে সরকারের পতন আরও এক মাস আগে হবে। গাড়ি বন্ধ করে দিলেও নেতাকর্মীরা অন্যান্য বিভাগগুলোতে যেভাবে অংশ নিয়েছে, এখানেও একইভাবে অংশ নিয়ে কুমিল্লার গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন।’

গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।