বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে মো. সেলিম ফরাজী (৭০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাশেম ফরাজীর ছেলে। তিনি চুরি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী এস এম আশরাফুল আলম বলেন, গত ২১ নভেম্বর সেলিম ফরাজী একটি চুরি মামলায় গ্রেফতার হন। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি। এদিন দুপুরে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারণে হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএইচ/এমএস