চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ


প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

চাঁদপুরের মেঘনা মোহনায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তিন লাখ ৫৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৭১ লাখ ৯৬ হাজার টাকা।

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মো. কামরুজ্জামান, পিও এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করে। পরে জালটি মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জাগো নিউজকে বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌপথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ইকরাম চৌধুরী/এফএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।