এসএসসি
সুনামগঞ্জে ফলাফলে এগিয়ে মেয়েরা

সুনামগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৪৭৯ জন। এরমধ্যে ছেলে ১০ হাজার ২১৬ জন, মেয়ে ১৩ হাজার ২৬৩ জন। পাস করেছে ১৮ হাজার ৬০৯ জন।
পাসের হার ৭৯.২৬ শতাংশ। এরমধ্যে ছেলে আট হাজার পাঁচ এবং মেয়ে ১০ হাজার ৬০৪ জন পাস করেছে। ছেলেদের পাসের হার ৭৮.৩৬ এবং মেয়েদের ৭৯. ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৬৮ জন। এরমধ্যে ছেলে ৪০৭ এবং মেয়ে ৫৬১ জন।
জেলায় সবচেয়ে ভালো করেছে ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর ২২৭ জন পাস করেছে। পাসের হার ৯৪.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমান খান বলেন, জুনের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল জেলা। এরমধ্যেও শিক্ষার্থীরা মনোবল হারায়নি। অনেকের বই খাতা ভেসে গিয়েছিল। এই অবস্থায়ও ভালো ফলাফলে আমরা খুশি।
লিপসন আহমেদ/এসআর/এএসএম