গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র্যালি

কেউ পরেছেন জার্সি আবার কারও হাতে পতাকা। কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ উপলক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে এভাবেই র্যালি করেছেন সমর্থকরা।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রাজিল ফ্যানস ক্লাব অব গাইবান্ধার আয়োজনে পৌর শহরের ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের মাঠ থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পৌরপার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে যোগ দেওয়া ব্রাজিল সমর্থকরা জানান, প্রথম খেলায় সার্বিয়াকে বড় ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছেন নেইমাররা। দ্বিতীয় ম্যাচেও জয় পাবেন তারা। প্রিয় তারকা নেইমার ইনজুরিতে থাকায় অনেকের খারাপ লাগছে। তার দ্রুত সুস্থতায় দোয়া করছেন তারা।
তারা আরও জানান, খেলা দেখার জন্য গাইবান্ধা পৌরপার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। সমর্থকরা একসঙ্গে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখবেন।
ব্রাজিল ফ্যানস ক্লাব অব গাইবান্ধার অন্যতম সদস্য রেজওয়ানুল সজিব বলেন, জেলায় আমরাই বড় আনন্দ র্যালি করেছি। সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্রাজিল দল তাদের নিজস্ব ছন্দে খেলে জয়ী হবে। ব্রাজিল বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। কাতার বিশ্বকাপ ফুটবলে আবারও চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে দেশে ফিরবে।
এসজে/এমএস