দুইদিন বন্ধের পর মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য খালাস শুরু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৮ নভেম্বর ২০২২

নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে দুইদিন বন্ধ থাকার পর বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহন ফের শুরু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় বন্দরের হাড়বাড়ীয়া ও ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গরে থাকা জাহাজগুলোতে কাজ শুরু করেছেন শ্রমিকরা।

মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য এইচ এম দুলাল বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় কোনো কোনো জাহাজে সন্ধ্যায় আর অন্য জাহাজে রাতে কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির মধ্যেও বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজকর্ম স্বাভাবিক ছিল। কিন্তু বিকেলে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারে সন্ধ্যার পরপরই বিদেশি জাহাজগুলোতে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।