গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট শীতবস্ত্রের বাজারে ঘটনাটি ঘটেছে।
হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী মাসুদ রহমান (৪০) একই ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আবু রায়হান খট্টুর ছেলে।
স্থানীয়রা জানান, রাত আটটার দিকে শীতবস্ত্র ব্যবসায়ী মাসুদ রহমান বাজার মসজিদের কাছে গেলে অন্ধকারে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এসময় তিনি চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।
দ্রুত উদ্ধার করে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মাসুদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি মসজিদের সামনে থেকে উদ্ধার করা হয়েছে।
এমআরআর/জিকেএস