এসএসসিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শতভাগ সাফল্য
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।
প্রাণ-আরএফএল পাবলিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯২ জনের মধ্যে ১৫৯ জন পাস, জিপিএ-৫ ছয়টি, পাসের হার ৮২ দশমিক ৮১ শতাংশ।
নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জনের মধ্যে ৭৭ জন পাস, জিপিএ-৫ তিনটি, পাসের হার ৬৪ দশমিক ১৭ শতাংশ।
মোজাহের উচ্চ বিদ্যালয় থেকে ২৭৩ জনের মধ্যে ১৯৯ জন পাস, জিপিএ-৫ দুইটি, পাসের হার ৭৪ শতাংশ।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জনের মধ্যে ১৬৫ জন পাস, জিপিএ-৫ চারটি, পাসের হার ৭৩ দশমিক ২৪ শতাংশ।
ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল থেকে ২২৮ জনের মধ্যে ২১১ জন পাস, জিপিএ-৫ ৮৩টি, পাসের হার ৯২ দশমিক ৯৫ শতাংশ।
এছাড়াও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে ৮৯ জনের মধ্যে ৬৬ জন পাস। এর মধ্যে জিপিএ -৫ ১৪টি। পাসের হার ৭৪ দশমিক ১৬ শতাংশ।
প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী বলেন, আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাশ করেছে। পাশাপাশি নয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান বলেন, এবার উপজেলার ছয়টি স্কুল থেকে এক হাজার ৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮৪৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পাসের হার ৭৯ দশমিক ৬৮। উপজেলার মধ্যে একমাত্র প্রাণ-আরএফএল স্কুলেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
কামরুজ্জামান আল রিয়াদ/জেএস/জিকেএস