৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কারাগারে আসামি
চাঁদপুরের কচুয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ কচুয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেন। ওই মামলায় আসামিকে মঙ্গলবার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শিশুটির বাড়ির পশ্চিম পাশে মাহফিল উপলক্ষে ভ্রাম্যমাণ দোকান বসে। শিশুটি ওই দোকানে গেলে পাশের বাড়ির আবু বকর সিদ্দিক বিস্কুটসহ বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে তার টিনশেড ঘরে নিয়ে যান। এ সময় আবু বকরের স্ত্রী বাসায় ছিলেন না। পরে ওই শিশুকে ধর্ষণ করেন আবুৃ বকর।
পরে শিশুটি ঘরে ফিরে এলে তার গোপনাঙ্গে রক্ত দেখে মা জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসাবাদে শিশুটি সব খুলে বলে। মঙ্গলবার শিশুর মা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আবু বকরকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম