সেরা রিপোর্টিংয়ে সম্মাননা পেলেন জাগো নিউজের মোংলা প্রতিনিধি সুমন

মোংলা বন্দর নিয়ে সেরা রিপোর্টিংয়ের জন্য সম্মাননা ক্রেস্ট পেয়েছেন জাগোনিউজ২৪.কম-এর মোংলা প্রতিনিধি আবু হোসাইন সুমন।
বন্দর কর্তৃপক্ষের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর জেটির শেডে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আবু হোসাইন সুমন বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও দৈনিক বাংলারও মোংলা প্রতিনিধি। তিনি ছাড়াও সেরা প্রতিবেদনের সম্মাননা পেয়েছেন আরেক বাংলা ট্রিবিউন, একুশে টিভি ও সময়ের আলো প্রতিনিধি আবুল হাসান।
এ বছরই প্রথম সেরা রিপোর্টিংয়ের মূল্যায়নস্বরূপ এ সম্মাননা দিলো বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করলে সাংবাদিকদের পাশে থাকবে বন্দর কর্তৃপক্ষ।
সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সচিব কালাচাঁদ সিংহ ও পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম