পাবনায় যুবলীগ কর্মীসহ ২ জনকে কুপিয়ে আহত


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

পাবনা শহরের একটি অভিজাত শপিং মলের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবলীগ কর্মী নিবির (২০) ও তার সহযোগী মিল্টনকে (২২) গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

আহত যুবলীগ কর্মী নিবির সদর উপজেলার আরিফপুর মহল্লার সাইদুর রহমান খোকনের ছেলে এবং মিল্টন পাবনা শহরের হাউজপাড়া মহল্লার আবুল হাশেমে ছেলে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন জাগোনিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মী সজিব, সাঈদ ও বাপ্পীসহ ৭/৮ জনের একদল সশস্ত্র যুবক খান বাহাদুর শপিং মলের সামনে নিবিরকে লক্ষ্য করে গুলি করে। এসময় রাস্তার উপর নিবীর পড়ে গেলে চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। তার সঙ্গী মিল্টনকেও মারধর করে আহত করে। এসময় ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খানবাহাদুর শপিং মলসহ আশেপাশের সব দোকানপাট মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়।

এরপর হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা গুরুতর আহত নিবির ও মিল্টনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।
 
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জাগো নিউজকে জানান, হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে খান বাহাদুর শপিং মলের দোকানপাট বন্ধ রয়েছে।

একে জামান/পাবনা/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।