দিনাজপুরে চলতি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহ আসছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২২

শীত সামনে দিনাজপুরে তাপমাত্র কমতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত অনুভব করছেন জেলার মানুষ।

হিমালয়ের পাদদেশের এই জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি ও চলতি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, ‘জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। গত ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিসেম্বর তা কমে দাঁড়ায় ১৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।’

চলতি সপ্তাহে দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। চলতি মাসে এই জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে দেখা দেবে ঘনকুয়াশা।’

অন্যদিকে সকাল-সন্ধ্যা মানুষকে হালকা শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে শীতের কাপড় পরে মসজিদে আসছেন মুসল্লিরা।

খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা আব্দুর রাজ্জাক বলেন, ‘শীত অনুভূত হচ্ছে। ভোরে শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে।’

স্টেশন এলাকায় এসে দেখা মেলে পত্রিকার হকার লক্ষণ চন্দ্র সরকার ও রুবেল ইসলামের। তাদের গায়ে জড়ানো ছিল শীতের পোশাক।

তারা বলেন, ‘ভোরবেলা পত্রিকা আসে। আমাদেরও ভোরে বের হতে হয়। গত কয়েকদিনের তুলনায় আজ বেশি শীত অনুভূত হচ্ছে। তাই শীতের কাপড় জড়িয়ে বের হতে হয়েছে।’

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।