ধান কাটার মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেলো শিশুর

হবিগঞ্জের মাধবপুরে ধান কাটার মেশিনের নিচে চাপা পড়ে শামীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মীরনগর হাওরে বাবা-মায়ের সামনেই এ দুর্ঘটনা ঘটে।
শিশু শামীম উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।
প্রতিবেশী ফয়সল মিয়া জানান, স্ত্রী ও ছেলে শামীমসহ হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কাটাতে পার্শ্ববর্তী হাওরে যান আবুল কালাম। ধান কাটার এক ফাঁকে অসাবধানতাবশত মেশিনের সঙ্গে ধাক্কা লেগে শিশু শামীমের শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, শামীমের বাবা একজন কৃষক। তিনি নিজের জমির ধান কাটার জন্য হারভেস্টার মেশিন ভাড়ায় আনেন। চালক ধান কাটার সময় পেছনে নিচ্ছিলেন। এ সময় হঠাৎ শিশুটি দৌড় দিয়ে এটির নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস