অভিযানের পরও ভেজাল গুড় তৈরি, একজনের কারাদণ্ড

এর আগেও এ কারখানায় অভিযান চালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত
অভিযানের পরও কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারের রঙ, সোডা, হাইড্রোজেন ও রাসায়নিক পদার্থ, মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি অপরাধে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে দিলীপ বিশ্বাস ষষ্ঠীর কারাখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস।
এ সময় ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিকের ভাই রাজকুমার বিশ্বাসকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও রিপন বিশ্বাস বলেন, ভেজাল গুড় তৈরি করায় একজনের জেল-জরিমানা করা হয়েছে।
২৭ নভেম্বর একই অপরাধে একই কারখানায় ম্যানেজারের ছয় মাসের কারাদণ্ড ও একজন ক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
আল-মামুন সাগর/এসজে/এমএস