দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে: বদিউল আলম

দেশে গণতান্ত্রিক চর্চা নেই। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমান জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহিতার কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মতবিনিময় সভায় এসব কথা বলেন, সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা অস্বাভাবিক। একে অপরকে নিশ্চিহ্ন করার রাজনীতি চলছে। নাগরিকরা সচেতন, সংগঠিত ও সোচ্চার না হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে না।
সভায় সুজন সাতক্ষীরা শাখার সহ-সভাপতি পবিত্র মোহন দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সুজন সাতক্ষীরার উদেষ্টা ডা. আবুল কালাম বাবলা, সহ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস