সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে সুনামগঞ্জের জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের মূল্য সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালি পয়েন্টের সামনে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।

jagonews24

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈন সোহেল,
সেলিম উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, যুগ্ম সম্পাদক নূর হোসেন,
জেলা বিএনপি নেতা বাস্কর রায়, নূরুল আলম, সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, সাজান মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি মাঠে আছে মাঠেই থাকবে।

jagonews24

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক জাগো নিউজকে বলেন, সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শহরে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্যই বিএনপির মিছিল আমরা শহরের মূল পয়েন্টে যেতে দেইনি।

 

লিপসন আহমেদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।