গাইবান্ধায় দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, ১৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ১৪ লাখ টাকা জরিমানা করে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নে পশ্চিম গোপীনাথপুর গ্রামে অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপসচিব সৈয়দ ফরহাদ হোসেন।

jagonews24

এসময় গোপাল চন্দ্রের এমএমবি ইটভাটাকে আট লাখ টাকা ও সাইদার রহমানের মালিকানাধীন এমএসএস ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

সৈয়দ ফরহাদ হোসেন জানান, অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যবস্থা নেওয়া হলো। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

সাইফুল মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।