নওগাঁয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

নওগাঁয় হারিয়ে যাওয়ার পথে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ‘ঘোড়দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করেছে নবতরুণ সংসদ।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় নওগাঁ পৌরসভার পার-নওগাঁ (মণ্ডলপাড়া) এলাকায় ফসলি জমির মাঠে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
গ্রামের ধানক্ষেতই যেন খেলার মাঠ। মাঠের মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটি জায়গা চিহ্নিত করা। পৌরসভার বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে মাঠে আসতে শুরু করে স্থানীয় লোকজন। খেলা শুরুর আগেই পার-নওগাঁ মণ্ডলপাড়া মাঠ কানায় কানায় ভরে যায়। শিশু কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, বৃদ্ধরা এসে জড়ো হয় ঘোড়দৌড় উপভোগ করতে। কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে।
মাঠের মাঝখানে প্রাণপণে ছুটছে ঘোড়া। ঘোড়ার গতি বাড়াতে পিঠে বসানো হচ্ছে চাবুকের ঘা। উপস্থিত দর্শকেরা হর্ষধ্বনি ও তালি দিয়ে উৎসাহ দিচ্ছে সওয়ারিদের। প্রতিযোগিতায় নওগাঁর বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৪টি ঘোড়া অংশ নেয়।
জেলার ধামইরহাট থেকে ঘোড়া নিয়ে এসেছিলেন ওবায়দুল হক। প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার দৃষ্টি কাড়েন তাঁর মেয়ে ঘোড় সোয়ারি কিশোরী তাসমিনা আক্তার। ওবায়দুল হক বলেন, প্রায় ১০ বছর ধরে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছি। যেখানে ঘোড়া দৌড়ের খবর পাই সেখানেই ছুটে যাই। আয়োজকেরাও খবর দেন। এটা আমার একটা শখ। আমার মেয়ে তাসমিনারও প্রতিযোগিতায় অংশ নেয়।
ঘোড়দৌড় দেখতে আসা দর্শক জাহিদুর রহমান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড়। আগে বিভিন্নস্থানে খেলাগুলো দেখা যেতো। কিন্তু এখন সচরাচর আর দেখা যায় না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। শুধু ঘোড়া দৌড় না আরও যেসব গ্রামীণ খেলা আছে সেগুলোও নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এতে করে নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
পার-নওগাঁ নবতরুণ সংসদের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সারওয়ার তানজিদ সম্রাট বলেন, এলাকার তরুণ ও যুবকদের নির্মল বিনোদন দিতে এবং মাদক থেকে দূরে রাখতে সংগঠনের পক্ষ থেকে প্রায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পাঁচ বছর ধরে ছোট যমুনা নদীতে সংগঠনের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে। এবার গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় লোকজন এই খেলা থেকে বেশ খুশি। আগামীতেও এ ধরনের আয়োজন করা হবে।
পার-নওগাঁ নবতরুণ সংসদের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা গোলাম সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবতরুণ সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সারওয়ার তানজিদ সম্রাট, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ থেকে প্রথম হয় সিরাজগঞ্জ জেলার মামুন খানের ঘোড়া, দ্বিতীয় বগুড়ার ধুনটের ফরহাদ হোসেনের ঘোড়া ও তৃতীয় ধুনটের আলী হোসেনের ঘোড়া। ‘খ’ গ্রুপ থেকে প্রথম হয় নওগাঁর মান্দার ফারুক হোসেনের ঘোড়া, ধামইরহাটের মাহাবুবের ঘোড়া দ্বিতীয় ও সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকার মিলনের ঘোড়া তৃতীয় হয়।
এছাড়া ‘গ’ গ্রুপ থেকে প্রথম হয় বগুড়ার শেরপুরের নাহিদ হোসেনে ঘোড়া, ধামইরহাটের বাচ্চুর ঘোড়া দ্বিতীয় ও বগুড়ার ধুনটের রনির ঘোড়া তৃতীয় হয়েছে। পরে বিজয়ীদের প্রথম স্থান অর্জনকারীকে টেলিভিশন, দ্বিতীয় স্মার্ট ফোন ও তৃতীয়কে রাইস কুকার উপহার দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।
আব্বাস আলী/জেএস/জিকেএস