২০০ প্রবীণকে নিয়ে পদ্মাপাড়ে বনভোজন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

পবনার ঈশ্বরদীতে প্রবীণদের নিয়ে আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করেছে ‘রহিমপুর মুক্তমঞ্চ’ নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পদ্মাপাড়ে গড়ে ওঠা মনিপার্কে এ আয়োজন করা হয়।

২০০ প্রবীণকে নিয়ে পদ্মাপাড়ে বনভোজন

এ আনন্দ ভ্রমণে ২০০ বয়স্ক ব্যক্তি অংশ নেন। পার্কে থাকা বিভিন্ন রাইডে চড়েন তারা। তাদের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থাও। এক আনন্দঘন পরিবশে সময় কাটিয়েছেন এসব প্রবীণ।

আয়োজনের শেষ সময়ে প্রবীণদের নিয়ে সমাবেশও হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক, মুলাডুলি কলেজ অধ্যক্ষ এনামুল হক পাঠান।

২০০ প্রবীণকে নিয়ে পদ্মাপাড়ে বনভোজন

শরীফ উদ্দিন নামের একজন বলেন, এলাকার সমবয়সী সবাই এখানে এসেছি। একসঙ্গে আনন্দে মেতে ছিলাম। এমন আয়োজনে সবাই উচ্ছ্বাসিত।

অনুষ্ঠানের আয়োজক মুক্তমঞ্চের সংগঠক আসাদুজ্জামান শিহাব বলেন, এলাকার বয়স্কদের নিয়ে প্রতি বছর আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয়। আজকের দিনটি প্রবীণরা মনভরে আনন্দ করেছে। পার্কে ঘোরাফেরা এবং বিভিন্ন খেলাধুলায় দিনটি কেটেছে তাদের।

শেখ মহসীন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।