সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলনেও কৃষকের মুখ মলিন

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪ এএম, ১২ ডিসেম্বর ২০২২
নৌকায় বাজারে সবজি আনছেন কৃষকরা

মাছ আর ধানের জেলা সুনামগঞ্জ। বছরের শুষ্ক মৌসুমে একবার বোরো ফসল আর বর্ষায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন এ জেলার মানুষ। এরই মধ্যে বিভিন্ন বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে। এসব সবজি কিনতে ভিড় করছেন ক্রেতারাও। তবে দাম কম হওয়ায় মলিন কৃষকের মুখ।

কৃষকরা জানান, সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। বন্যা পরবর্তী এমন ফলন পেয়ে খুশি কৃষকরা। এরই মধ্যে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, পটল, বেগুন, শসা, ঝিঙে, করলা, লালশাকসহ নানা রকমের সবজি দিয়ে ভরে গেছে বাজার।

সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলনেও কৃষকের মুখ মলিন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে।

ভোর হতেই সুনামগঞ্জ পৌর শহরের সবচেয়ে বড় সবজির বাজারে ছোট-বড় নৌকায় সবজি নিয়ে আসছেন কৃষকরা। প্রতিদিন এ বাজারে ৭ লাখ টাকার সবজি বিক্রি হচ্ছে। তবে আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষকরা। তাদের মুখে হতাশার ছাপ বিরাজ করছে। এদিকে কমদামে সবজি কিনতে পেয়ে খুশি ক্রেতারা।

সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলনেও কৃষকের মুখ মলিন

কৃষক আজম আলী বলেন, বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপর ঋণ নিয়ে সবজি চাষ করেছি। সেই সবজির ভালো ফলনও হয়েছে। আশা করেছি বন্যার ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে পারবো। কিন্তু বাজারে সবজির দাম কম থাকায় দুশ্চিন্তায় পড়েছি।

কৃষক শমসের আলী বলেন, ‘মুলা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। তবে বাজারে মুলার দাম একবারেই কম। তাই কিছুটা হতাশ।’

কৃষক নূরে আলম বলেন, ‘লাউ, টমেটো ও শসার চাষ করেছি। ফলন ভালো। তবে দাম কম।’

সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলনেও কৃষকের মুখ মলিন

হাদিস মিয়া বলেন, ‘নৌকাভর্তি করে ফুলকপি, বাঁধাকপি, মুলা এনেছি। এ বছর সবজির ফলন ভালো হলেও দাম একবারে কম।’

আরেক চাষি রাজু মিয়া বলেন, ‘বাজারে সবজি এনেছি ঠিকই। কিন্তু দাম কম। সবজির ভালো ফলন হয়েও লাভ নেই। দাম পাচ্ছি না।’

সুনামগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলনেও কৃষকের মুখ মলিন

ক্রেতা জুবায়ের আহমদ বলেন, গত সপ্তাহে সুনামগঞ্জের সবজির বাজারে দাম বেশি ছিল। তবে শীতকালীন সবজি বাজারে আসতেই দাম কমে গেছে। কম দামে সবজি কিনতে পেরে আমি খুশি।’

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জাগো নিউজকে
বলেন, সুনামগঞ্জে এবার সবজির ভালো ফলন হয়েছে। আমরা কৃষকদের পাশে থেকে উৎসাহ দিচ্ছি। এরই মধ্যে তারা বাজারে শীতকালীন সবজি তুলতে শুরু করেছে।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।