সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ট্রলার-নৌকাসহ ১৭ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (১২ ডিসেম্বর) ভোরে সুন্দরবনের তালপট্টি পানির খাল ও মান্দারবেড়ী আঠারবেকী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত পাঁচটি নৌকা, দুইটি ট্রলার, জালসহ বিভিন্ন মালামাল জব্দ করে বনবিভাগ।

আটক জেলেরা হলেন, খুলনার রামনগর গ্রামের জেলে লিপন, মামুন, খায়রুল, বাগেরহাটের উলোবুনিয়া গ্রামের মুজাহিদ, কয়রা সাতহালিয়া গ্রামের সাদ্দাফি হোসেন, ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের ওলি হাওলাদার, রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের নান্নু মাসুদ শেখ, একই উপজেলার ভেটবামারী গ্রামের সাইফুল, রফিকুল, রেজাউল, রিপন শেখ, রামপাল উপজেলার টেংরামারী গ্রামের নাজিম শেখ, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের আব্দুস সাত্তার, মহাসিন, পার্শ্বেখালি গ্রামের শহিদুল, মজিদ মোড়ল ও চকবারা গ্রামের ইন্দ্রিস।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোছাইন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুন্দরবনে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত কয়েক লক্ষাধিক টাকা মূল্যের জাল, ট্রলার ও নৌকাসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

ইকবাল হোছাইন আরও বলেন, বন আইনের মামলায় আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।