হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠানে এসে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২
বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী অনুষ্ঠান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

জামালপুরের সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠানে এসে স্ট্রোকে শাজাহান আলী (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর ছিল সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস। দিবসটিকে ঘিরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সকালে বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আসেন। কিন্তু শোভাযাত্রা বের হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠানে আসেন শাজাহান আলী। অনুষ্ঠানের শুরুতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী জাগো নিউজকে বলেন, উচ্চ রক্তচাপ জনিত কারণে তিনি স্ট্রোক করেন। প্রাথমিক চিকিৎসা শেষেই তার মৃত্যু হয়।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জাগো নিউজকে বলেন, রাতেই রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।