বিজয় দিবসে উন্মুক্ত থাকবে পাহাড়পুর বৌদ্ধবিহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২

বিজয় দিবসে সবার জন্য উন্মুক্ত থাকবে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা টিকেটে পরিদর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন। এদিনে জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। এ স্মৃতিবহ দিনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন সহস্রাধিক দর্শনার্থীর সমাগম ঘটে পাহাড়াপুরে। আশা করছি বিজয় দিবসে আরও বেশি দর্শনার্থী আসবে। এদিন পিঠা মেলারও আয়োজন থাকবে বিহার চত্বরে।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।