ফেনীতে ওয়ান শুটারগান ও কার্তুজসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২২

ফেনীর ফলেশ্বর এলাকা থেকে ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৪ ডিসেম্বর) ফেনী-ফুলগাজী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মো. ইয়াছিন ওই এলাকার মৃত মোস্তফা কোম্পানির ছেলে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল ফলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত।

ফেনী র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।