সাতদিন চিকিৎসা শেষে বনে অবমুক্ত হলো দাঁড়াশ সাপ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় দাঁড়াশ (ধামান) সাপ উদ্ধার করে সাতদিন চিকিৎসা শেষে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিমাংশ বনবিভাগের ঝাউবন এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।

jagonews24

এর সাতদিন আগে ৬ ফুট দৈর্ঘ্যর দাঁড়াশ সাপটিকে কলাপাড়ার তাপবিদ্যুৎ এলাকার এক কৃষকের ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এরপর নোঙ্গর খানায় রেখে চিকিৎসা দেওয়া হয়।

বনবিভাগের অনুমতিক্রমে সাপটি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বাচ্চু, আবুল হোসেন রাজু, শাওন, বাইজিদ প্রমুখ।

jagonews24

অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জাগো নিউজকে বলেন, ইন্ডিয়ান রেট স্নেক (ধামান) নামের সাপটি সম্পূর্ণ নির্বিষ। তবে সমাজে প্রচলিত অনেক কুসংস্কার আছে এ সাপটি নিয়ে। আমরা বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখতে চাই। সাধারণ মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে আমাদের এ কার্যক্রম।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।