সাতক্ষীরার আকাশে অদ্ভুত আলোকচ্ছটা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়।

দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।

মামুনুর রশীদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভুত আলো।’ শহীদুল আরাফাত লিখেছেন, ‘এটা কৃত্রিম কোনো ড্রোন বা স্যাটেলাইট সম্ভবত।’

সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে

মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।’

শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম।’

এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জাগো নিউজকে বলেন, ‘এটা নিয়ে অনেকেই ফোন করছেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলোকরশ্মি এভাবে ছড়িয়ে পড়তে পারে। অথবা এটি ধূমকেতু। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাতে পারবো।’

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।