ভরা মৌসুমেও রাঙ্গামাটিতে পর্যটকে ভাটা

পার্বত্য জেলা রাঙ্গামাটি পর্যটকদের জন্য একটি আর্কষণীয় জেলা। প্রতি বছর ডিসেম্বর মাসে পর্যটকে ভরপুর থাকে এ জেলার পর্যটন স্পটগুলো। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর এখনো পর্যন্ত পর্যটকের তেমন আনাগোনা নেই বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।
সংশ্লিষ্টরা বলছেন, এবছর সাপ্তাহিক ছুটির দিনে বিজয় দিবস পড়ায় পর্যটক তুলনামূলক কম। তবে সামনে স্কুল-কলেজ ছুটি রয়েছে। ওই সময় পর্যটক বাড়বে বলে প্রত্যাশা তাদের।
চট্টগ্রামের রাউজান কলেজের ছাত্র ফাহিম উল্লাহ বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু বাইক নিয়ে বেড়াতে এসেছি। পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ দেখেছি। যাওয়ার সময় কাপ্তাই সড়ক হয়ে বাড়ি যাবো। সড়কটি নাকি অনেক সুন্দর তাই সেটি উপভোগ করতে চাই।’
চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন রানী সরকার। তিনি বলেন, ‘আজ সারাদিন রাঙ্গামাটি শহর ঘুরেছি। রাজবন বিহার থেকে শুরু করে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত। পাহাড়ি হোটেলে দুপুরে খেয়েছি। বেশ ভালো লেগেছে খাবারগুলো। সন্ধ্যার মধ্যে চট্টগ্রামে ফিরে যাবো।’
রাঙ্গামাটি নীডস হিল ভিউ আবাসিক হোটেলের ম্যানেজার মোহাম্মদ রাসেল বলেন, অন্যান্য বছরে ১৬ ডিসেম্বরে যেরকম বুকিং থাকে এবছর সে তুলনায় কোনো বুকিং নেই। যা বুকিং হয়েছে তা খুবই কম।
তিনি বলেন, ‘সবেমাত্র স্কুল-কলেজগুলো পরীক্ষা শেষে বন্ধ দেওয়া শুরু করেছে। সামনে বুকিং হবে আশা করছি।’
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জাগো নিউজকে বলেন, আজ তুলনামূলক বুকিং কম রয়েছে। তবে সামনের ৩০ তারিখ পর্যন্ত মোটামুটি বুকিং আছে।
সাইফুল উদ্দীন/এসআর/এএসএম