৩২ বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো পাকশী বিভাগীয় রেলওয়ে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২

বিজয় দিবসে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় ৩২ জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বীরমুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ও ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী-১ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, লোকো আশীষ কুমার মন্ডল, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ, পাকশী রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

শেখ মহসীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।