বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৭ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুর ও ব্যাংদা সীমান্ত এলাকার অসহায়ম গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সীমান্তের কাশিপুর ও ব্যাংদা হাইস্কুল মাঠে ৩০০ গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩৫৫ জন নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

jagonews24

লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, দুই সীমান্তবর্তী এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। যথাযথ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করে এ ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়া চিকিৎসা সেবাগ্রহীতার মাঝে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।