‘স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে’ বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেনসহ দলের আট নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

তিনি বলেন, সকালে বিজয় দিবস উপলক্ষে মিরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে ফুর দিতে গেলে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিএনপির মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনও আছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম জাগো নিউজকে বলেন, মিরপুর পৌর এলাকা থেকে সকালে নাশকতা মামলার বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

আল-মামুন সাগর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।