চক্রান্তকারীদের সঙ্গে আঁতাতের সুযোগ নেই: পাপন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নাজমুল হাসান পাপন

দেশবিরোধী চক্রান্তকারীদের সঙ্গে কোনোরকম আঁতাতের সুযোগ নেই। তাদের সঙ্গে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব সরকারি কেবি পাইলট স্কুলে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পাপান বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের মানুষ অর্জন করেছেন আজকের স্বাধীনতা। অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি মহান বিজয়। শেখ হাসিনা স্বাধীন সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

‘প্রত্যহ শুনি বিজয়ের জয়ো’ এ স্লোগানে ভৈরবে তিন দিনব্যাপী ইস্পাহানি বিজয় মেলা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মেলার উদ্বোধন করেন।

রাজীবুল হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।