রাজশাহীতে জমি বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, জমি নিয়ে বিরোধ চলে আসছিলো আজিজ ও আকরামের মধ্যে। আকরাম সে এক একর জমি নিজের দখলে রেখে গম রোপণ করেছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে সে জমিতে সার দিতে গেলে আজিজ তার লোকজন নিয়ে বাধা দেন। এসময় আকরামও তার লোকজনকে খবর দেন। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তমালিকা সরকার বলেন, দুজনের শরীরে একাধিক স্থানে গুরুতর জখম রয়েছে। হাসপাতালে তাদের মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।