মৌলভীবাজারে ধলাই সেতুর সংযোগ সড়কে ধস, যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০১ এএম, ১৮ ডিসেম্বর ২০২২
ধসে যাওয়া সড়কের পাশে লাল নিশানা দেওয়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এতে দুর্ভোগ পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার সংলগ্ন ধলাই নদীর ওপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশে সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর সেতুর দক্ষিণ পাশে সংযোগ সড়কে মাটি ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সড়কটি দ্রুত মেরামতের কাজ চলছে।

আব্দুল আজিজ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।