সংবাদ প্রকাশের পর ‘আধুনিক প্যাথলজি’ সিলগালা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

মোংলায় আধুনিক প্যাথলজি নামের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান এ আদেশ দেন।

সংবাদ প্রকাশের পর ‘আধুনিক প্যাথলজি’ সিলগালা

এরআগে শনিবার রাতে ‘টেকনিশিয়ান আসে-যায়, ইসিজি করেন আয়া’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। পরে রোববার দুপুরে অভিযান চালিয়ে ওই প্যাথলজি বন্ধ করে দেওয়া হয়। এসময় ওই প্যাথলজি মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সংবাদ প্রকাশের পর ‘আধুনিক প্যাথলজি’ সিলগালা

এ বিষয়ে মো. হাবিবুর রহমান বলেন, প্রথমত আয়া দিয়ে রোগীর ইসিজি করিয়ে প্রতারণা ও সেখানে চাকরিরতদের কোনো ধরনের সনদ না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।