ভোলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

ভোলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. মোসলেউদ্দিন (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মোল্লারহাট এলাকার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মোসলেউদ্দিন ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুবি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, বোরহানউদ্দিন বাজার থেকে দুইযাত্রী নিয়ে অটোরিকশাটি মোল্লারহাট বাজারে যাচ্ছিল। ওই বাজার সংলগ্ন আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে অটোরিকশা চালককে মৃত ঘোষণা করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।