ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ায় ফুটবল বিশ্বকাপের ফাইনালে দুই দলকে সমর্থন দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার হাটশহরিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলীকে (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার হাটশহরিপুর বাজারে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস করতে থাকেন। ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেওয়ায় ব্রাজিল সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিলে ব্রাজিলের সমর্থকরা আবারও সেখানে এসে উল্লাস করতে থাকেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে দলটির সমর্থকরা নাচানাচি শুরু করে। এসময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সায়েম আলীর শ্যালক হাসিবুর রহমান রিজু জানান, দুলাভাইয়ের বাড়ির পাশেই খেলা চলছিল। খেলা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে মারামারি ঠেকাতে গিয়ে তিনি চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. জহুরুল ইসলাম জানান, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।