একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২
একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতক

ফরিদপুরে একইসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম এ্যামি নামের এক গৃহবধূ। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ফরিদপুর শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

গৃহবধূ আসিয়া ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. নাজমুল হাসানের স্ত্রী।

 শিক্ষক নাজমুল হাসান বলেন, বিয়ের দেড় বছর পরে আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। এদের মধ্যে দুই পুত্র ও এক কন্যা সন্তান। মা ও তিন সন্তানই সুস্থ আছে।

এ বিষয়ে ফরিদপুর শিশু হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা বেগম লিপি জাগো নিউজকে বলেন, বিকেলে আসিয়া ইসলামের সিজার হয়। তিনি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তারা শিশু হাসপাতালে ভর্তি আছে। তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।