দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:০৬ এএম, ২০ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবলে মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছেন। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন ইমন হোসেন (১৮) নামে এক যুবক৷

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘটেছে এমন ঘটনা।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামে নিজ বাড়ির সামনে পুকুর পাড়ে দাঁড়িয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি।

ইমন হোসেন শংকরপুর গ্রামের রিজাউল গাজীর ছেলে ও শংকরপুর দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষার্থী।

এবিষয়ে ইমন হোসেন জাগো নিউজকে বলেন, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হার মেনে নিতে পারিনি। অন্যদিকে আর্জেন্টিনার মেসির খেলা দেখে মুগ্ধ হয়ে ব্রাজিল দলের সমর্থন ত্যাগ করেছি। আর্জেন্টিনার সমর্থক হলাম।

আহসানুর রহমান রাজীব/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।