বগুড়া জেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়ায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জাগো নিউজের কাছে এ অভিযোগ করেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রলীগ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা বসার বেঞ্চ ও টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
তিনি আরও বলেন, নিজ দলের কার্যালয়ে যারা ভাঙচুর ও আগুন দিতে পারে তারা ছাত্রলীগের কর্মী হতে পারে না।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের একাংশের নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান জাগো নিউজকে বলেন, আমরা প্রতিদিনের মতো মিছিল নিয়ে কার্যালয়ে যাই। গিয়ে শুনি ছাত্রলীগ দলীয় কার্যালয়ের দরজা ভেঙে তুলে নিয়ে গেছে। যারা এ কাজ করেছে তারাই দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।
৭ নভেম্বর সজিব সাহাকে সভাপতি ও মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে জেলা ছাএলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে চাহিদা মতো পদ না পেয়ে একাংশ আন্দোলন করে আসছেন। এ নিয়ে হামলা মামলার ঘটনাও ঘটেছে।
এসজে/জিকেএস