মোংলা বন্দর হাসপাতালে চালু হলো দন্ত ইউনিট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব হাসপাতালে দন্ত ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর হাসপাতালে এ দন্ত ইউনিটের উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা। এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) মো. আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শাহিনুর আলম ও বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদসহ অন্যান্যরা।

ডা. মো. আব্দুল হামিদ বলেন, মোংলা বন্দর হাসপাতাল প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত কোনো দন্ত ইউনিট না থাকায় বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা এ হাসপাতালে দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তবে এখন হাসপাতালে দন্ত ইউনিট চালু হওয়ায় মোংলা বন্দরের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের পোষ্যরা এই বন্দর হাসপাতালেই দন্ত রোগের সকল চিকিৎসা সেবা নিতে পারবেন।

তিনি আরো বলেন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ ডেন্টাল ইউনিটে বিজ্ঞ সার্জন দিয়ে ছুটির দিন বাদে বাকি সব দিনই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীরা চিকিৎসা নিতে পারবেন এ হাসপাতালে।

আবু হোসাইন সুমন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।