সাতক্ষীরায় দুই বাংলার কবি-সাহিত্যিকদের আড্ডা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে বসেছিল দুই বাংলার বরেণ্য কবি-সাহিত্যিকদের দুরন্ত আড্ডা। পৌষের পড়ন্ত বিকেলে কাব্যিক আলোচনায় উঠেছিল প্রাণের সুর। ছিল বাঁচার আহ্বান। শব্দমালায় গাঁথা কবিতার ছন্দে জেগেছিল জাগরণের গান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বৈকালিক আড্ডায় যোগ দেন ভারতের বহুমাত্রিক লেখক কাজল চক্রবর্তী।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান, লেখাপাঠ, আবৃত্তি ও আলোচনা পরস্পরে হৃদয়ের খেলায় মেতে ওঠেন সুধীজন। সংবর্ধিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন মনস্বী প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান ও বহুমাত্রিক লেখক কাজণ চক্রবর্তী।

আলোচনার বিষয় ছিল সাতক্ষীরার সাময়িক পত্রিকার ধারায় সৌম্যর অন্তর-আলো অবলোকন। আলোচনা করেন পল্টু বাসার, শুভ্র আহমেদ ও অধ্যাপক আব্দুল হামিদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকাশ সাহিত্য একাডেমির সভাপতি শেখ হারুন উর রশিদ।

অনুষ্ঠানে কলকাতার কবি ও সাংস্কৃতিক খবর সম্পাদক কাজল চক্রবর্তী ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানকে সৌম্য সম্মাননা-২০২২ দেওয়া হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা রুবি ও রাইসুল হক।

কবিতা পাঠ করেন শহীদুর রহমান, সোহরাব হোসেন মনু, মোকাম আলী খান, আমিনুর রশীদ, রুহুল আমিন ময়না, হেলাল সালাহউদ্দিন, নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়, আব্দুল ওহাব আজাদ, আবু সালেক চাঁদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আকাশ সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান সিরাজ।

আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।