সাতক্ষীরায় আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২২
আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন মুস্তফা লুৎফুল্লাহ

‘সাংস্কৃতিক মহত্ত্ব প্রকাশ পায় উৎসবের মাধ্যম’ এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় চলছে আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব-২০২২।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এর উদ্বোধন করেন।

বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারতের সভাপতি স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার।

jagonews24

বিশ্বমৈত্রী সাংস্কৃতিক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না জাগো নিউজকে বলেন, কাল শুরু হয় আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব। আজও দিনব্যাপী চলবে। উৎসবে ভারতের ব্যাঙ্গালুরু, নদীয়া, ত্রিপুরা ও কলকাতার মোট ৫২জন সংগীত, নাটক, বাচিক ও নৃত্য শিল্পী, ঢাকার ৩০ জন শিল্পী, খুলনার ৩০ জন শিল্পী এবং সাতক্ষীরার শিল্পীরা অংশ নিচ্ছেন।

আহসানুর রহমান রাজীব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।