কিশোরগঞ্জে ট্রেনের ৪৯ টিকিটসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২২ ডিসেম্বর ২০২২
টিকিটসহ আটক দুইজন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৪৯টি অগ্রিম টিকিটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বাচ্চু মিয়া (৫৬) ও সজীব কুমার দাস (৬০)।

কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রেলের টিকিট কালো বাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।