লক্ষ্মীপুরে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২২ ডিসেম্বর ২০২২

লক্ষ্মীপুর বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব সম্পর্কে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে শহরের কুটুমবাড়ী চাইনিজ রেস্তোরায় এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড এ আয়োজন করে।

এসময় নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুনগতমান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি সম্পর্কে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা। পরে নৈশভোজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

এতে টেকনিক্যাল বক্তব্য রাখেন কোম্পানির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মনির হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী ইয়াসিনুর রহমান, নকশাকার প্রকৌশলী এবিএম আশরাফ উদ্দিন, ইমরান হোসেন রাশেদ ও এবিসি কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোন ইনচার্জ সউদ আলী রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ভবন নির্মাণ কাজে পরিমাণ মতো কেমিক্যাল ব্যবহার করতে হবে। সেই সম্পর্কে নির্মাণ শিল্পী ও ঠিকাদারদের বিস্তারিত জানতে হবে। নির্দিষ্ট পরিমাণ কেমিক্যাল ব্যবহারে ভবন টেকসই হয়।

কাজল কায়েস/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।