সড়কের পাশ থেকে উদ্ধার

সরকারি চাকরিজীবী দম্পতির ঘরে মানুষ হবে সেই নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

নতুন ঠিকানা পেল মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক। সাত লাখ টাকা ফেরৎযোগ্য জামানতে রাজবাড়ীর সরকারি চাকরিজীবী এক নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেওয়া হয়েছে ওই নবজাতককে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আবেদনকারীদের শুনানি নিয়ে এ আদেশ দেন মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর শহরের পৌরসভার বটতলা এলাকার সড়কের পাশ থেকে কম্বলে প্যাঁচানো ওই নবজাতককে উদ্ধার করেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবজাতককে দত্তক নিতে আদালতে ১৯টি আবেদন জমা পড়ে। বৃহস্পতিবার তিন ঘণ্টা ধরে তাদের শুনানি নেন আদালত। প্রথম পর্যায়ে ১৫ জন বাদ পড়লে বাকি চারজনের যোগ্যতা অনুসারে আবারও চলে শুনানি। পরে সাত লাখ টাকা ফেরতযোগ্য জামানতে মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদার নিঃসন্তান দম্পতিকে নবজাতককে দত্তক দেন আদালত।

চিফ জুডিসিয়াল আদালতের নাজির শহিদুল ইসলাম বলেন, সাতদিনের মাথায় নবজাতকের নাম রাখা হবে। এখন থেকে শিশুটির পুরো দায়িত্ব পালন করবে ওই দম্পতি।

দত্তক পাওয়া মরিয়ম আক্তার বলেন, ‘আমাদের কোনো সন্তান নেই। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মেয়েটিকে মানুষ করে তুলবো। আমাদের স্বামী-স্ত্রীর দুজনের যা সম্পত্তি আছে, সবকিছুই এই মেয়ের নামে লিখে দেবো।’

আদালতের আইনজীবী রুবিনা আক্তার বলেন, ১৯ জনের মধ্যে আদালত মরিয়ম ও আজিবর দম্পতিকে বেছে নিয়েছেন। তাদের যোগ্যতা অনুসারে আদালত এই সিদ্ধান্ত দেন। আশা করছি, মেয়েটি নতুন মা-বাবার পরিচয়ে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।