নারায়ণগঞ্জে মসজিদ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদ থেকে বিল্লাল হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় আলআমিন বাগ এলাকার বায়তুল কোরবান জামে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন লালপুর পৌষাপুকুরপাড় এলাকার পোশাকশ্রমিক আলমগীর হোসেনের ছেলে।

মসজিদের মোয়াজ্জিন রেদওয়ান হোসেন বলেন, ‘এশার নামাজের আজানের সময় বিল্লাল মসজিদ থেকে একটি ব্যাটারি চুরি করে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। আমি তাকে ধরে ফেলি। এরপর ইমাম মাওলানা মহিউদ্দিনকে জানানোর পর তিনি বলেন তার কক্ষে আটকিয়ে রাখতে। নামাজের পর মসজিদ কমিটির কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপর নামাজ শেষে রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বিল্লাল।’

নারায়ণগঞ্জে মসজিদ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিল্লাল হোসেনের নানি লাল বানু বলেন, ‘বিল্লাল পোশাক কারখানায় কাজ করতো। এই মসজিদে প্রায়সময় সে নামাজ পড়তে আসতো। আজ সকালে কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মসজিদে এসে বিল্লালের মরদেহ দেখলাম। সে গলায় ফাঁস দেওয়ার মতো ছেলে না। এর সঠিক তদন্ত চাই।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।